ধরুন আমি ৩টা কলেজে চয়েস দিলাম আমার যদি যোগ্যতা থাকে তো আমি কি ৩টাতেই সিলেক্ট হতে পারব । আর ভর্তি তো যে কোন একটাতেই হতে হবে ।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

তিনটাতেই কখনই আপনাকে সিলেক্ট করবে না। যে কোনো একটা তে, হয়ত একটাতে অপেক্ষা মানে রাখতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

ধৱাৱ কিছু নাই আপনি সর্বনিম্ন ৫ টি কলেজে আবেদন কৱতে পাৱবেন সর্বোচ্চ ১০টি । বোর্ড থেকে আপনাকে অটো সিলেক্ট কৱে চান্স দেওয়া হবে যে কোন একটি কলেজ ,আপনি যা আবেদন কৱবেন ঐখান থেকে । একেৱ অধিক কলেজে চান্স আসবে না ১০০% নিশ্চিত ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনাকে যেকোনো একটি কলেজে ভর্তির জন্য বাছাই করা হবে একাধিক কলেজে নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Porimolroy

Call

৩টা কলেজের নাম আবেদনের সময় সাবমিট নিবে না সুতরাং সেই তিনটি কলেজের নাম সিরিয়ালের সামনে রেখে বাকিটা পুরন করলেই উক্ত কলেজ গুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা বেশী

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ