Science এ বলা আছে চুলে মধু দিলে নাকি চুল সুন্দর হয় তাই আমি মাথায় চুশে মধু ব্যবহার করেছি কিন্তু এখন শুনতেছি চুলে মধু দিলে নাকি চুল পেকে যায়? তাই অভিজ্ঞ দের মতামত চাই?আর সত্যি যদি চুল পেকে যায় তাহলে এর সমাধান কি আমি আগামিকাল মাথায় মধু,ডিম,পিয়াজের রস সহো চুলে ম্যাসেজ করছি?
Share with your friends
Call

চুলে মধু মাখলে চুলের যে পাতলা উপরের আস্তরন থাকে তা নষ্ট হয়ে যায় এবং চুল সাদা হয়ে যায়। 

সাইন্সে এরকম কথা লেখা নেই যে চুলে মধু দিলে চুল সুন্দর হয়।
আপনি যদি এটা ব্যবহার করে থাকেন, তাহলে এটার কোন প্রতিকার নেই।
ধন্যবাদ।
Talk Doctor Online in Bissoy App
khannnn

Call

ভাই মদু দিলে চুল পাখে না।আপনি যেকোনো তেল নিন,২০০ গ্রাম,১কাপ মেহেদি পাতা নিন।তার পর তেল ও মেহেদি পাতা রান্না ঘরে নিয়ে পোটাতে দিন।মেহেদি পাতা কালু হয়ে গেলে এই তেল টান্ডা হলে প্রতিদিন চুলে লাগান।দেখবেন চুল সুন্দর, কালু, রমনিও হয়ে গেসে।

Talk Doctor Online in Bissoy App
Call

মধু চুলের জন্য একটি প্রাকৃতিক কন্ডিশনার। এটি আপনার চুলকে নরম ও উজ্জ্বল করে তুলবে। চুল পেকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ।

Talk Doctor Online in Bissoy App