আমার wordprees সাইটে কি গুগুল থেকে এড নেয়া যাবে এবং এই এডে কত ক্লিক পরলে আমাকে ১ ডলার দিবে এবং কত ডলার তুলতে পারব..?
Share with your friends
Call

হ্যা নেওয়া যাবে। আপনার সাইট যদি সব দিক থেকে Google Adsense  এর নিয়ম কানুনের মধ্যে পড়ে সেক্ষেত্রে আপনি অবশ্যই Adsense পাবেন।  আর কত ক্লিকে কত ডলার তা বলা যাবে না নির্দিষ্ট করে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। আমি এক ক্লিকে একবার 6 ডলার, একবার 18 ডলার আরেকবার 28 ডলার পেয়েছিলাম!  আবার অনেক সময় 10 ক্লিকেও আধা ডলার পাইনা। ক্লিক মানেই ডলার নয়। কোন প্রকৃত ব্যবহারকারী যখন আপনার সাইটে এসে কোন বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হবে এবং এতে ক্লিক করে সেই সাইটে গিয়ে কিছু অর্ডার করবে তখন ঐ কোম্পানি গুগলকে লাভের একটা অংশ দিবে। কারণ Google Adsense এর সাহায্যে তাদের পণ্য বিক্রি হয়েছে। আর গুগল তাদের আয়ের একটা % আপনার সাথে শেয়ার করবে। কারণ ক্রেতা আপনার সাইটের মাধ্যমেই ঐ পণ্যটি অর্ডার করেছে।  আর এখানে গুগল কত পাবে আপনাকে কত দিবে এসব হল internal ব্যাপার। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। 

Talk Doctor Online in Bissoy App