আমি এমন ইমেইল ব্যবহার করতে চাই যেটাতে বিভিন্ন ফাইল সেভ করে রাখা যাই।এবং সেই ফাইল অনেকদিন সংরক্ষণ থাকবে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এরজন্য আপনি গুগলের গুগল ড্রাইভ ব্যবহার করতে পারবেন । এটি গুগলের ফাইল আপলোড করার একটি ফিচার । এটি খুবই নিরাপদ ও ভালো ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আমার জানা মতে,বর্তমানে প্রোফেশনালি/ব্যবসায়িকভাবে ৪ টি জনপ্রিয় পতিষ্ঠান ই-মেইল সেবা দিয়ে থাকে। এগুলো হল: গুগল,মাইক্রোসফটের আউটলুক,ইয়াহু ও আউলমেইল।


এই চারটি জনপ্রিয় ই-মেইল সেবাদাতা প্রতিষ্ঠানের তিনটির স্টোরেজ সিস্টেম অর্থাৎ ড্রাইভ রয়েছে। যেখানে চাইলে আপনি আপনার ফটো,ডকুমেন্ট ইত্যাদি স্টোরেজ করে রাখতে পারবেন।যদি আপনি ঐসব ফটো,ডকুমেন্ট ড্রাইভ ডিলেট না করেন এবং আপনার ই-মেইলের পাসওর্য়াড যদি ভুলে না যান তাহলে এসব ফাইলগুলো আজীবনেও কিছু হবেনা।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ