কথা বলার মাইক বলতে সম্ভবত আপনি মাইক্রোফোন বুঝিয়েছেন ।  মাইক্রোফোনের উপরের যে কালো পর্দা থাকে সেটা তুলে ফেললে বা ছিঁড়ে ফেললেও কোন সমস্যা হবে না । অনুরূপ কথা শুনার জন্য যে স্পিকার আছে তার উপরের পর্দা ছিঁড়লে বা সরিয়ে ফেললেও কোন সমস্যা হবে না ।  তবে অযথা না সরিয়ে ফেলা বা ছিঁড়ে ফেলাই ভালো । কেননা এসব পর্দা ব্যবহার করা হয় যাতে ময়লা গিয়ে মাইক্রোফোনের ছিদ্র বন্ধ হয়ে না যায় এবং স্পিকারের উপরের অংশ বন্ধ হয়ে না যায় ।  ধন্যবাদ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ