Rana Islam

Call

অবস্থান্তর মৌলগুলোর d অরবিটালের ইলেক্ট্রনগুলো সমশক্তিসম্পন্ন অরবিটাল থেকে অসমশক্তিসম্পন্ন অরবিটালে যেতে পারে।d অরবিটাল আংশিক পূর্ণ থাকয় ইলেক্ট্রনগুলো d অরবিটালে তাদের অবস্থানের পরিবর্তন করে।অবস্থান পরিবর্তনের কারণেই তাদের অবস্থান্তর মৌল বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পর্যায় সারনিতে গ্রুপ ৩ থেকে গ্রুপ ১১ পর্যন্ত মৌলগুলোকে অবস্হান্তর মৌল বলে।অবস্হান্তর মৌলের নিজস্ব বর্ণ আছে।এরা ধাতব পদার্থ হিসাবে ব্যাবহৃত হয়।সর্ববহিস্থ শক্তিস্হরের ইলেকট্রন প্রদান করে আয়নিক যৌগ তৈরি করে।।।এই কারনেই অবস্হান্তর মৌল বলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ