মাছি তাড়াতোর জন্য আপনি ন্যাপথলিন ব্যবহার করতে পারেন।এটি গুড়া করে যেখানে মাছির উপদ্রব বেশি সেখানে ছিটিয়ে দিবেন।সেখানে আর মাছি আসবেনা।এই ন্যাপথলিন আপনি কসমেটিকস এর দোকানে কিনতে পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
আমরা জানি ধোয়া দিয়ে মশা / মাছি দুটোই তাড়ানো যায়। তাহলে এখন আপনার করনীয়...
.প্রথমে কিছু নারিকেলের খোসা যোগাড় করুন। তারপর খোসা গুলোকে নিমের সাথে মিশিয়ে দিন।
*এবার খোসাগুলোতে আগুন ধরিয়ে দিন। ব্যাস মাছি সায়েস্তা হবে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

দুটি উপায়ে সহজেই মাছি তাড়াতে পারেনঃ ১। ঘরে কর্পূরের ধোঁয়া দিন দেখবেন মাছি সব চলে গেছে। ২। ঘরের জানালায়, দরজার কোনে কোনে কয়েক টুকরা শসা রেখে দিন দেখবেন আপনার ঘরে আর মাছি আসছেনা। এছাড়াও ফ্যান ছেড়ে রাখলে মাছি চলে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MD Ashik

Call

আসুন জেনে নিই ঘরোয়া

উপায়ে খুব সহজে মাছি তাড়ানোর

কিছু কৌশল।

১। কর্পূর

কর্পূর মাছি তাড়াতে অনেক বেশি

কার্যকরী। কর্পূরের ধোঁয়া ঘরে

কিছুক্ষণ রাখুন। দেখবেন মাছি

আপনার বাসায় আর আসছে না।

২। পুদিনা পাতা

পুদিনা পাতার হাজারও গুণ আছে।

মাছি তাড়াতেও এর জুড়ি নেই।

বাগানে পুদিনা পাতার গাছ

লাগান দেখেবন মাছি আপনার

বাগান থেকে দূরে আছে। ঘরের টবে

পুদিনা পাতার গাছ লাগান এবং

সেটি খাবার ঘরে রাখুন। দেখবেন

মাছি আপনার বাসায় আসছে না।

৩। এসেন্সিয়াল অয়েল

এসেন্সিয়াল অয়েল ঘরকে শুধু

সুভাষিত করে না। এটি ঘর থেকে

মাছি তাড়াতেও সাহায্য করে।

ল্যাভেন্ডার, লেবু,

ইউক্যালিপ্টাসের এসেন্সিয়াল

অয়েল স্প্রে করে দিন খাবার ঘরে।

আপনি চাইলে রান্নাঘরেও স্প্রে

করতে পারেন। মাছি আপনার বাসা

থেকে দূরে থাকবে।

৪। শসা

শসা মাছি তাড়ানোর জন্য বেশ

কার্যকরী। কয়েক টুকরো শসা

রান্নাঘরের জানলায় বা খাবার

ঘরের জানলার পাশে রেখে দিন।

দেখবেন মাছি আপানর ঘরে আর

আসছে না।

৫। ফ্যান চালু রাখা

মাছি তাড়ানোর সবচেয়ে সহজ

পদ্ধতি হল ফ্যান চালু রাখা। মাছি

ঘরে আসলে ফ্যান ছেড়ে দিন।

ফ্যানের বাতাসে মাছি বেশিক্ষণ

থাকতে পারে না।

৬। আপেল এবং লবঙ্গ

একটি ঝুড়িতে বা বাটিতে

আপেলের সাথে কয়েক টুকরা লবঙ্গ

দিয়ে রান্নাঘরের জানলায় বা

খাওয়ার ঘরের জানালার পাশে

রেখে দিন। আপনি চাইলে লবঙ্গ

তেল ব্যবহার করতে পারেন বিভিন্ন

পরিষ্কার করার কাজে। মাছি

লবঙ্গের গন্ধ সহ্য করতে পারে না।

তাই ঘরে মাছি ঢুকলেও খুভ দ্রুত ঘর

থেকে বের হয়ে যাবে।

৭। গোলমরিচ

একটি স্প্রে বোতলে কিছু

গোলমরিচের গুঁড়া আর পানি নিন। খুব

ভাল করে ঝাঁকিয়ে নিন। এরপর এটি

দিয়ে সারা বাড়ি স্প্রে করে

ফেলুন। দেখবেন আপনার বাসায় আর

মাছি আসছে না।

৮। দারুচিনি

দারুচিনির গন্ধ মাছি পছন্দ করে না।

দারুচিনির এয়ার ফ্রেশনার ব্যবহার

করুন। দেখবেন মাছি ঘর থেকে দূর

হয়ে যাচ্ছে।

৯। লেমন গ্রাস

একটি স্প্রে বোতলে লেমন গ্রাস

অয়েল এবং গরম পানি নিন। এবার

ভাল করে মিশিয়ে ফেলুন লেমন

গ্রাস অয়েল ও গরম পানি। এবার

দরজা জানলার কাছে ভাল করে

স্প্রে করে দিন।

১০। কমলার খোসার

ব্যবহার

শুকানো কমলার খোসা রেখে দিন

খাবারের আশেপাশে। মাছি সেই

খাবার থেকে দূরে থাকবে।

১১। পানি ভর্তি

প্লাস্টিকের ব্যাগের

ব্যবহার

একটি স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগে

পানি ভরে জানলার বাইরে

ঝুলিয়ে দিন। মাছি ঘরে আসবে না।

তবে এই কাজটি দিনের আলোতে

বেশি কার্যকরী হবে।

১২। রাসায়নিক স্প্রের

ব্যবহার

একটি খালি স্প্রে বোতলে ২ কাপ

গরম পানির মধ্যে ৫-৭ ফোটা

ডিশওয়াশিং সোপ দিয়ে দিন। খুব

ভাল করে ঝাঁকিয়ে নিন। এবার

মাছি দেখলে এই স্প্রে ব্যবহার করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ