Share with your friends

Call

NaCl ও CaCl2 এর গলনাংক যথাক্রমে (801*C) ও (722*C) 

Talk Doctor Online in Bissoy App
NaCI সোডিয়াম ক্লোরাইড অতি উচ্চ গলনাঙ্কবিশিষ্ট (801°C)।

এত উচ্চ তাপমাত্রা পর্যন্ত তড়িৎ বিশ্লেষ্যকে রাখা অসুবিধাজনক ও অলাভজনক।
Talk Doctor Online in Bissoy App

Nacl এর গলানাংক বেশি। 

Talk Doctor Online in Bissoy App

আমরা জানি,  আয়নিক যৌগগুলোর গলনাংক বেশি। NaCl এবং CaCl2 যৌগে ক্যাটায়ন যথাক্রমে Na^(+1) ও  Ca^(+2) যাদের চার্জ +1 এবং +2, ফাযানের নীতি  অনুসারে ক্যাটায়নের চার্জ যত বেশি হবে যৌগটির সমযোজী বৈশিষ্ট্য তত বেশি প্রকট হয়। আর সমযোজী  বৈশিষ্ট্য যত বেশি হয় যৌগটির গলনাংক তত কম হয়। এখন,  Ca এর চার্জ বেশি হওয়ায় এর সমযোজী বৈশিষ্ট্য বেশি, তাই CaCl এর গলনাংক কম!!! আর Na এর চার্জ Ca এর তুলনায় কম হওয়ায় ফাযানের নীতি অনুসারে, Nacl যৌগটি Cacl এর তুুলনায়  অধিক আয়নিক ! তাই NaCl এর গলনাংক বেশি !!!

Talk Doctor Online in Bissoy App