Share with your friends

তড়িৎ বিশ্লেষ্যসমূহ প্রধানত আয়ণিক যৌগ। এরা কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। কেননা তড়িৎ পরিবহনের জন্য আয়নসমূহের যে চলাচল দরকার তা কঠিন অবস্থায় সম্ভব হয় না। কিন্তু গলিত ও দ্রবীভূত অবস্থায় আয়নসমূহ চলাচল করে। ফলে তড়িৎ পরিবহন সম্ভব হয়। কঠিন অবস্থায় অসংখ্য আয়ন একত্রিত হয়ে বিশেষ ধরনের জালিকা তৈরি করে। তাতে বিপরীত ধর্মী আয়ন যথাসম্ভব পরস্পরের নিকটে এবং সমধর্মী আয়ন যথাসম্ভব পরস্পর হতে দূরে অবস্থান করে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ধন্যবাদ......

Talk Doctor Online in Bissoy App