amirupu

Call

১। কলেজ হল ইন্টারমিডিয়েট লেভেল

মানে একাদশ ও দ্বাদশ শ্রেনি।

২। ভার্সিটি আর ইউনিভার্সিটি একই।  এটা হল অনার্স ও মাস্টার্স লেভেল

আবার phd  এ লেভেল ও ভার্সিটি ও university তে থাকে।



Talk Doctor Online in Bissoy App
Call

কলেজঃ যে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণিতে অধ্যয়ন করে এইচএসসি পাশ করি তাকে মহাবিদ্যালয় বা কলেজ বলে। কলেজ এর প্রকারভেদ সাধারণত নেই। তবে কোনো কোনো ক্ষেত্রে

  • কমার্স
  • সায়েন্স
এর জন্য আলাদা আলাদা কলেজ করা হয়।

ইউনিভার্সিটিঃ যে প্রতিষ্ঠানে আমরা ১ম থেকে ৪র্থ বর্ষ অনার্স, ১ম এবং ২য় বর্ষ মাস্টার্স এবং কোনো কোনো ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি লাভ করি তাকে বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি বলে। ইউনিভার্সিটি ৩ প্রকার। যথাঃ

  • ইঞ্জিনিয়ারিং
  • মেডিকেল
  • সাধারণ

ভার্সিটিঃ ইউনিভার্সিটিকেই সংক্ষেপে ভার্সিটি বলে।

Talk Doctor Online in Bissoy App

কলেজ হচ্ছে মহাবিদ্যালয় আর ভার্সিটি বা ইউনিভার্সিটি হচ্ছে বিশ্ববিদ্যালয়।

Talk Doctor Online in Bissoy App