শেয়ার করুন বন্ধুর সাথে
Call

জ্বর হলো শারীরিক অসুস্থতা যা দেহের স্বাভাবিক তাপমাত্রার সীমা অতিক্রম করে। 

প্রাথমিকভাবে জ্বর ৬ প্রকার।

  1. একটানা জ্বর
  2. হঠাৎ জ্বর বেড়ে যাওয়া ও কমে যাওয়া
  3. স্বল্প বিরতিতে জ্বর
  4. দীর্ঘ বিরতিতে জ্বর
  5. তরঙ্গায়িত জ্বর
  6. পুনর্বিরতিতে জ্বর
জ্বরের প্রকারভেদের চিত্রঃimage
এর মধ্যে এগুলোকে আবার কিছু ভাগে ভাগ করা হয়েছে।
জ্বরের চিকিৎসাঃ
  • রোগীর শরীরের উত্তা কমাতে প্রতিনিয়ত শরীরকে মুছে দিতে হবে। এতে তাপমাত্রা নিয়ন্ত্রণে আসতে পারে।
  • রোগীর হাত ও পায়ের তলা মুছে দিলে রোগী কিছুটা আরাম পাবে।
  • রোগীকে খোলা স্থানে রাখলে দ্রুত সেরে উঠবে।
  • রোগীর শরীরের ব্যাথা কমাতে প্যারাসিটামল জাতীয় ঔষধ গ্রহণ করা যেতে পারে।
এগুলো সাধারণ জ্বরের চিকিৎসা। অন্যান্য জ্বরের চিকিৎসাতে সামান্য পার্থক্য থাকতে পারে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ