ShahRiaz

Call

যাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত হল সম্পদ এক বছর স্থায়ী হওয়া। এক্ষেত্রে আপনি যদি সে টাকা ব্যাংক থেকে উত্তোলন করে অন্য কোন কাজে লাগান তাহলে যাকাত দিতে হবে। কারণ আপনার টাকা ক্যাশ নেই কিন্তু সে টাকার পরিমাণ সম্পদ তো আছে। আর যদি এক বছর পূর্ণ হওয়ার আগে নিসাব পরিমাণ সম্পদ থেকে খরচ করার কারণে কমে যায় তাহলে যাকাত দিতে হবে না। আর আপনি যদি ঋণগ্রস্ত হন তাহলে আপনি যাকাত দিতে পারবেন না। আপনাকে আগে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ করার পর ও যদি আপনার নিসাব পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকে তাহলে যাকাত দিতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ব্যাংকে থাকুক আর বাড়িতে থাকুক  অথবা যেখানেই থাকুক একবছর কারো মালিকানায় থাকলে জাকাত দিবে আর নাহয় দিতে হবেনা। আাশা করি বুঝতে পেরেছেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

জাকাত ইসলামের ফরজ বিধান, প্রত্যেক ধনী ব্যক্তির উচিত সময়মত জাকাত আদায় করা। তাতে সমাজের দারিদ্রতা হ্রাস পায়, জাকাত আদায়ের শর্তাবলীর মধ্য থেকে একটি শর্ত হলো "হাওলানে হাওল" বা বর্ষপূর্তি হওয়া, প্রয়োজন অতিরিক্ত সম্পদের বর্ষপূরণ হলেই জাকাত ফরজ হবে, তার আগে নয়। কারণ হয়তো বর্ষপূর্তির আগে এই সম্পদ তার প্রয়োজনে লেগে যাবে, যার ফলে জাকাত ফরজ হবে না। অবশ্য বর্ষপূর্তির আগে জাকাত দিয়ে দিলে জায়েজ হবে, তবে আবশ্যক নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রশ্নটির জন্য ধন্যবাদ। যাকাত কেবল তখনই ফরজ হয় যখন নিত্যপ্রয়োজনীয় সম্পত্তির বাইরে কারো কাছে নিসাব পরিমাণ সম্পত্তি থাকে এবং এক বছর পর্যন্ত সেটা স্থায়ী হয়। যদি নিসাব পরিমাণ মালামাল বা ক্যাশ টাকা এক বছর না থাকে সেক্ষেত্রে জাকাত দিতে হবে না। আবার যদি এমন হয় যে, নিসাব পরিমাণ সম্পত্তি তার এক বছর পর্যন্ত ছিল কিন্তু সে জাকাত দেয়নি এবং পরের বছর তার সম্পত্তি কমে নিসাবের নিচে চলে এসেছে, তবুও তাকে গত বছরের জাকাত দিতেই হবে। এবার আসা যাক 100000 টাকা থাকলে এবং তা 6/7 মাস থাকলে জাকাত দিতে হবে কি না। সহজ কথায় উত্তর হচ্ছে “না” এবার আসা যাক , কেন নয় -  নিসাব পরিমাণ সম্পত্তি হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। আমার স্বর্ণের দামের কথাই হিসেবে আনি। বর্তমানে সর্বনিম্ন স্বর্ণের মূল্য হচ্ছে 26,250 টাকা।  এটি হচ্ছে একেবারে সনাতনী স্বর্ণের দাম। সর্বনিম্ন মূল্য। এখন 7.5 ভরি স্বর্ণের দাম আছে 1,97000/- টাকা। যা আপনার প্রদত্ত সম্পদের প্রায় দ্বিগুণ। সুতরাং আপনার বর্ণিত অবস্থায় জাকাত দিতে হবে না। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার কাছে যে সম্পদ এক বছর গচ্ছিত থাকবে তার উপর যাকাত দিতে হবে। এক বছরের কম থাকলে দিতে হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ