Share with your friends
Call

Can  আর Can't হল বর্তমানে কোন কিছু করতে পারা/ না পারা বুঝাতে গেলে -  যেমন You can go. You can't go. I can swim. I can't swim. আমি পারি বা পারিনা এমন বুঝাতে।  কিন্তু Could আর couldn't হল অতীতে কোন কিছু পারা বা না পারা বুঝাতে।  যেমন - আমি যেতে পারতাম I could go. তুমি যেতে পারতে না You couldn't go.  অবশ্য could এর আরেকটা ব্যাবহার আছে।  যেমন তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পার? Can you lend me some money? কিন্তু এই কথাটি যদি আপনি বিনয়ের সাথে বলতে চান তাহলে could বসাবেন। যেমন Could you please lend me some money? Could you please tell me the way to university of Dhaka? Could you please do me a favour? এভাবে কিছু request করতে গেলে can না বসিয়ে could you please ব্যাবহার করাই ভাল। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App