Share with your friends

THE বসে হচ্ছে কোনো নির্দিষ্ট কোনো কিছু বুঝানোরর জন্য।যেমনঃ I saw a boy.The boy was crying.

এখানে প্রথমে নির্দিষ্ট করে বলা নেই কোন ছেলে।কিন্তু পরে সেই ছেলেকেই নির্দিষ্ট করে বলা হয়েছে। এটা হচ্ছে basic নিয়ম।

কোথায় ব্যবহার হয় সেটা আপনি advance learner পড়লে বুঝে যাবেন।

Talk Doctor Online in Bissoy App
Call

সোজা পদ্ধতিতে বোঝার চেষ্টা করুন। কোন কিছুকে নির্দিষ্ট করতে গেলে The ব্যাবহার করা লাগে। যেমন 

The people of uk . . . .

মানে কি? ইউকের মানুষ বা ইউকের লোকজন। The দিয়ে শুধুমাত্র ঐ একটা নির্দিষ্ট দেশের মানুষকেই বুঝিয়েছে। এমনি ভাবে - 

The Japanese are hard working

The people of Bangladesh are peaceful.

কিন্তু Man is mortal এর বেলায় the আসবে না। কারণ সব মানুষই মরণশীল। কিছু নির্দিষ্ট মানুষ মরবে বাকিরা আজীবন বেচে থাকবে এটা তো আর সম্ভব না।

এরপরও ছোটখাটো Confusion আপনার হবে। আর সেটা বেশি বেশি ইংরেজি পড়ার অভ্যাস করতে পারলে আশা করি কাটিয়ে উঠতে পারবেন। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App