Call

না,যেকোন বিষয়ে সৃজনশীল ও নৈব্যত্তিকে আলাদা আলাদা পাস করতে হবে।সেটি গণিত হোক বা অন্য কোনো বিষয়।এক্ষেত্রে সৃজনশীলে অন্তত ২৩ পেতে হবে এবং নৈব্যত্তিকে ১০ পেতে হবে।তাহলেই পাস করবেন।

Talk Doctor Online in Bissoy App
ShohanIslam

Call
আপনি পাশ করবেন কিনা তা নিশ্চিত বলা যাবে না। যদিও আপনি MCQ তে পাশ করেছেন কিন্তু সৃজনশীলে পাশ করবেন না। তবে শিক্ষক সৃজনশীলে সর্বোচ্চ ৩ মার্ক বাড়িয়ে দিতে পারে। কিন্তু এটা নিশ্চিত নয়। আপনি যদি কোনো অংকের ১ বা ২ লাইন করে ছেড়ে দেন তাহলে শিক্ষক হয়তো সেগুলোতে ১ নম্বর করে বাড়িয়ে দিয়ে আপনাকে পাশ করে দিতে পারেন। তবে না বাড়িয়েও দিতে পারেন। আপনি পাশ করবেন কিনা তা নিশ্চিত বলা যাবে না। আপনি পাশ করতেও পারেন অথবা না করতেও পারেন।
এইটা সম্পন্ন আপনার ভাগ্যের উপর নির্ভরশীল। ভালো শিক্ষকের কাছে খাতা টা পড়লে পাস করতে পারবেন।
MCQ তে পাশ মার্ক = 10 CQ তে পাশ মার্ক = 23
Talk Doctor Online in Bissoy App

পাস করতে হলে আপনাকে লেখায় ২৩ এবং mcq তে ১০ পেতে হবে।

Talk Doctor Online in Bissoy App
Call

না, পাশ দেবেনা।  সৃজনশীল এ ২৩ পেতে হবে। তাহলে পাশ। একটা তে পাশ হলে অন্য টাতে পেল হলে ২তাই মিলে পেল ধরা হই।

Talk Doctor Online in Bissoy App