HSC Biology তে MCQ OMR সিটে সেট কোডে ভুল বৃত্ত ভরাট করসি,কিন্তু উপরে সেট কোড ঠিক লিখা ছিল। তার পর স্যার দেখালে স্যার সঠিক কোড লিখা সঠিক বৃত্ত ভরাট করছে, ভুল বৃত্ত কাটে নাই এখন কি কোনো সমস্যা হবে?? আমার result কি আসবে??
Share with your friends

হ্যাঁ আসতে পারে, কারন কম্পিউটার সঠিকটাই ধরে নিবে।

Talk Doctor Online in Bissoy App

সমস্যা নেই কারন ওএমআর সিটে বা খাতায় রোল বা রেজিস্টেশন নামার বা বিষয় কোড যেটাই হোকনা কেন।বৃত্ত ভরাট করার সময় ভুল হলে।সঠিকটা ভরাট করলেও হবে।কারন বৃত্ত সর্বনিম্ন একটা ও সর্বোচ্চ তিনটা ভরাট করা যায়।তবে কম্পিউটার সঠিকটাই ধরবে।উপরে সংখ্যা ও সেট কোড লেখা ঠিক থাকলেই হবে।নো টেনশন।।

Talk Doctor Online in Bissoy App