আমি আমার পরিবর্ধনসমূহে গিয়ে দেখি যে কিছু প্রশ্ন আছে যেখানে আমি ঢুকিনি।কিন্তু আমার প্রোফাইলে এসেছে।এখন আমি প্রশ্নগুলো কীভাবে কাটব?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রশ্নগুলো আপনি আপনার প্রিয়তে যোগ করেছেন এজন্য আপনার পরিবর্ধনসমূহে আসছে। যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নে গিয়ে উপরে তাঁরা চিহ্ন দেখুন হলুদ হয়ে আছে সেটা ক্লিক করে সাদা করে দিন।আর যদি কোন বিভাগের প্রশ্নসমূহ পরিবর্ধনে যায় তাঁহলে https://www.bissoy.com/categories এখানে গিয়ে সেই বিভাগে গিয়ে উপরে থেকে ডান পাশে তাঁরা চিহ্ন সাদা করে দিন তাঁহলেই আর কোন প্রশ্ন আপনার পরিবর্ধনে যাবে না।


আপনি https://www.bissoy.com/728756/ এই প্রশ্নে আমার উত্তর চিত্রসহ বুঝিয়ে দেওয়া আছে উত্তরটি অনুসরন করেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ