Call

৭ই মার্চের ভাষনটি ১৮ মিনিট ছিল। ভাষনটিতে 'আমি' শব্দটি ১৮ বার এবং 'আমার' শব্দটি ২০ বার উচ্চারিত হয়। আমরা বাঙালি জাতি আমরা অনেক দিন পরাধিন ছিলাম। অনেক অত্যাচার, অন্যায়, অনিয়ম, নিপিড়ন, নির্যাতন আমরা সহ্য করেছি। অনেক অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। অনেক মানুষকে নির্বিচার, নিরোপরাধে হত্যা করা করেছে পশ্চিম পাকিস্তানীরা। ৭ই মার্চের ভাষন আমাদের স্বাধিন হতে প্রেরনা যোগায়। নির্ভয়ে যুদ্ধে যাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। এজন্য এই ভাষন শুনলে আমাদের গাঁ শিহরিয়ে উঠে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ