শেয়ার করুন বন্ধুর সাথে
Call

Database বলতে সুসংগঠিত তথ্যকে বোঝায়। যেটা দরকার হলে বিভিন্ন ভাবে আপনাকে তথ্য সরবরাহ করবে। যেমন কোন দেশের জনগণের database. অথবা একটা ব্যাংকের সমস্ত গ্রাহকের database.  আর metadata হল ঐসব data যেগুলো আপনাকে অন্যান্য data র ব্যাপারে সংক্ষিপ্ত ভাবে তথ্য দিবে। এক কথায় মূল data র সংক্ষিপ্ত বর্ণনা দিবে।  একটা সহজ উদাহরণ দেই। আপনি হয়তো অনেক website দেখেছেন। একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন অনেক সাইটের মূল নামের নীচে ছোট্ট করে ঐ সাইটের একটা বর্ণনা থাকে। Website এর ক্ষেত্রে এটাকে meta description বলে। কিন্তু এটাও এক ধরনের metadata. আশা করি উত্তর পেয়েছেন। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ