আপনি আপনার এলাকার সংশ্লিষ্ট কৃষি উন্নয়ন সম্প্রসারণ কেন্দ্রে যোগাযোগ করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ধানে ব্যাকটেরিয়া ও জীবাণু আক্রান্ত হওয়ার ফলে এমন হয়।এই রোগটি ঝলসানো বা পাতাপোড়া রোগ নামেও পরিচিয়। ____এ রোগ দমনের জন্য বিআর২ (মালা), বিআর৩ (বিপ্লব), বিআর৪ (ব্রিশাইল), বিআর১৪, বিআর১৬, বিআর১৯ (মঙ্গল), বিআর২১ (নিয়ামত), বিআর২৬ (শ্রাবণী), ব্রিধান২৭, ব্রিধান২৮, ব্রিধান২৯, ব্রিধান৩১, ব্রিধান৩২, ব্রিধান৩৭, ব্রিধান৩৮, ব্রিধান ৪০, ব্রিধান৪১, ব্রিধান ৪২, ব্রিধান৪৪, ব্রিধান ৪৫ ও ব্রিধান৪৬ ইত্যাদি রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন জাতের ধান চাষ করা। সুষম মাত্রায় সার প্রয়োগ করুন। ক্রিসেক আক্রান্ত গাছ তুলে ফেলে পার্শ্ববর্তী গাছ থেকে কুশি এনে লাগিয়ে  দেয়া। আক্রান্ত ক্ষেতের পানি বের করে দিয়ে জমি ভেদে ৭-১০ দিন শুকানো। জমি শুকিয়ে নাড়া ক্ষেতে পুড়িয়ে ফেলা। আক্রান্ত ক্ষেতে নাইট্রোজেন সার প্রয়োগ না করা। আক্রান্ত ক্ষেতে বিঘা প্রতি ৫ কেজি পটাশ সার প্রয়োগ করে মাটিতে ভালভাবে মিশিয়ে দিলে এ রোগের তীব্রতা কমে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

অতিরিক্ত রৌদ্দুর এর কারনে শীষ শুকিয়ে যাচ্ছে। বৃষ্টি হলে এই সমস্যা থেকে রেহায় পাবেন। অথবা কৃষি অফিসারের পরামর্শ নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ