বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চির নিদ্রায় শায়িত হওয়ার ঘটনা তো একটি ইতিহাস। সে ইতিহাস লিখতে হলে তো বিস্ময়ের অনেকগুলো পাতা বরাদ্দ থাকতে হবে। সংক্ষেপে বলি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু সেনা সদস্যের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্মমতম হত্যাযজ্ঞের শিকার হন। এরপর তাঁল লাশ বিমানে করে টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর জানাযা নামায অনুষ্ঠিত হয়। মিলিটারীদের ভয়ে সে জানাযায় বেশি মানুষের উপস্থিতি লক্ষ করা যায় নি। এরপর তাঁকে তাঁর নিজ ভূমিতে চির নিদ্রায় শায়িত করা হয়। আল্লাহ তাঁকে ক্ষমা করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ