himu০১

Call

দেখুন, প্রত্যেক মানুষের মন-মানসিকতা আলাদা। কেউ মিডিয়া কে ভালো চুখে দেখে,আবার কেউ খারাপ চুখে। আশা করি বোঝতে পারছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কেন নয়? আপনি যদি ভালো কাজ করেন তাহলে অবশ্যই সমাজে আপনার সম্মান বাড়বে। আপনি যদি মিডিয়ার লোক হয়ে কোনো খারাপ কাজ বা ভুয়া সংবাদ প্রচার করেন বা লোকদের ভয় দেখিয়ে অর্থ উপার্জন করেন তাহলে মানসম্মান থাকবে না। আর যদি ভালো কিছু করেন তাহলে অবশ্যই সবাই আপনাক সম্মান দিবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মিডিয়ায় কাজ করলে যারা ইজ্জত দেবার তারা তো দেবেই,,,,আর যারা ইজ্জত না দেওয়ার তারা অন্য কোন ভালো কাজ হলেও ইজ্জত দেবেনা....সুতরাং কাজ টা করা উচিৎ.....অার গালি দেবে কেন যারা কাজ কে সম্মান করে তারা গালি দেবেনা...!!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

গণমাধ্যমে কাজ করা অবশ্যই সম্মানের ব্যাপার।আপনি যদি গণমাধ্যমে ন্যায়ের পক্ষে কাজ করেন;তাহলে সমাজ আপনাকে সম্মান দিবে।কিন্তু আপনি যদি সমাজের সাথে প্রতারণা করেন তাহলে অবশ্যই গালিতো খেতে হবে।ভালো করলে যেরূপ এর জন্য সম্মানিত হবেন খারাপ করলে এর জন্য লাঞ্চিত হবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইজ্জত দেওয়ার মালিক এক আল্লাহ. জিল্লতের মালিক আল্লাহ -- মিডিয়া কোন ব্যপার না - বেইজ্জতি যদি অঅয় মিডিয়াতে কাজ করে হওয়া লাগে না আল্লাহ বেইজ্জতি করলে ঘরে বইসা বেইজ্জতি করতে পারে সো নো টেনশন কাজ চালিয়ে যান ঈমান একিন এক আল্লাহর প্রতি রাখুন ইনশাআল্লাহ।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ