বিমান বাহিনীতে জুনিয়র কমিশন্ড অফিসারদের বেতন কত? আর কি rank পর্যন্ত প্রমোশন হতে পারে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

জুনিয়র কমিশন্ড এর বেতন ৮৫হাজার থেকে শুরু করে ১লক্ষ পর্যন্তু হয়।।


নিচে ক্রমাগত পদের নাম উল্লেখ করা হল।

  • মাস্টার ওয়ারেন্ট অফিসার
  • সিনিয়র ওয়ারেন্ট অফিসার
  • ওয়ারেন্ট অফিসার
  • সার্জেন্ট
  • কর্পোর‍্যাল
  • এলএসি (লীডিং এয়ারক্র্যাফটম্যান)
  • এসি-১ (এয়ারক্র্যাফটম্যান-১)
  • এসি-২ (এয়ারক্র্যাফটম্যান-২)

উপরে উল্লেখিত পদবীধারীরা বিমান বাহিনীর মূল চালিকা শক্তি৤ তারা যুদ্ধ বিমানকে সার্বক্ষণিক সচল রাখেন৤ সার্বক্ষণিক দেশের আকাশ সীমা রক্ষায় তথা দেশ রক্ষায় বিমান বাহিনীকে সার্বক্ষণিক প্রস্তুত রাখার লক্ষ্যে যুদ্ধ বিমানের টেকনিক্যাল ক্রুটি সমাধান, বিমান উড্ডয়নের পূর্বে পরিদর্শন, বিমানের ওভার হোলিং কাজ সম্পাদন, বিমানকে যুদ্ধসাজে সজ্জীতকরণ (যেমন বিমানে কামান, বোম্ব, মিসাইল, রকেট সংযুক্তকরণ এবং রক্ষণাবেক্ষণ), বিমান বাহিনীর সকল অস্ত্র ও গোলাবারুদ সচল রাখা, অাবহাওয়া পূর্বাভাসের উপাত্ত গ্রহণ, এয়ার ট্রাফিক কট্রোল, টেলিকমিউনিকেশন, প্রশাসনিক কার্য সম্পাদন, বিমান বাহিনীর ইউনিট সমূহে নিরাপত্তা দায়িত্ব পালন, চিকিৎসা সহকারী হিসেবে দায়িত্ব পালন সহ সরকার কর্তৃক প্রদত্ত যেকোন কার্য সম্পাদন এবং জাতীয় দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা ইত্যাদি। এসি-২ থেকে এলএসি পদবীধারী ব্যক্তিগণকে সাধারণ বিমানসেনা, কর্পোর‍্যাল ও সার্জেন্টদেরকে এনসিও (নন কমিশন্ড অফিসার) এবং ওয়ারেন্ট অফিসার থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত পদবীধারী ব্যক্তিদেরকে জেসিও (জুনিয়র কমিশন্ড অফিসার) বলা হয় , যদিও সকলেই বিমানসেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ