ফাইল লক app দিয়ে কিছু পিকচার লক করে রেখেছিলাম।কিন্তু এখন খুলছেনা অল্প কয়েকটা খুলেছে। বাকিগুলা খুলছে না। খোলার কনো কি সিস্টেম আছে।
Share with your friends

Call

আপনি হয়তো ফাইল লক করার পর, ওই পিকচার গুলোর সাপোর্ট ফাইল গুলো মেমরি থেকে  ডিলিট করেছেন তাই খুলছে না আর।আর এটার উদ্ধারের পথ হিসেবে আপনি ফাইল রিকভার করে দেখতে পারেন।

Talk Doctor Online in Bissoy App

file lock অ্যাপসটি uninstall করে আবার install করুন । তারপর unlock করার চেষ্টা করুন অবশ্যই সফল হবেন । আর যদি না হয় তাহলে একটা একটা করে চেষ্টা করুন। যদি তাও না হয়, তাহলে অ্যান্ড্রোয়েড ফোনে আপনার মেমোরিটা তুলে unlock file গুলোকে rename করুন যেন .lck লেখাটা না থাকে । তাহলে ১০০% হবেই ।

Talk Doctor Online in Bissoy App