জাভার গেমস,অ‍্যাপ (.jar) Android এ বিভিন্ন software এর মাধ্যমে চলানো যায়। তবে কম্পিউটার এর software (.exe), Android এ অন্য Software দিয়ে চালানো সম্ভব?
Share with your friends
Unknown

Call

না।

অ্যান্ড্রয়েডের প্রধান ডেভেলপিং ল্যাঙ্গুয়েজই হলো জাভা, তাই ইমুলেটর ব্যবহার করে জাভা অ্যাপ এতে রান করানো সম্ভব। তবে এসব ইমুলেটর সকল অ্যান্ড্রয়েড ডিভাইসে সাপোর্ট করবেনা, হার্ডওয়্যার এবং প্রসেসরের উপর ভিত্তি করে আলাদা আলাদা ডিভাইসের জন্য আলাদা আলাদা ইমুলেটর প্রয়োজন হবে।

জাভা অ্যাপ্লিকেশনগুলো সাইজে ছোট, তাই এগুলো ভার্চুয়ালি রান করা অতটা জটিল নয়। কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনগুলো সাইজে বড় হওয়ায় এগুলো রান করতে অনেক বেশি স্পেসের প্রয়োজন হবে যা স্মার্টফোনের জন্য প্রতিকূল অবস্থার সৃষ্টি করবে। এছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশন সমূহের জন্য হাই স্পিড প্রসেসিং ক্ষমতার প্রয়োজন হয়, যা কিনা স্মার্টফোনের দ্বারা সহজে পসিবল হবেনা। কোনোভাবে প্রচুর পরিশ্রম করে একটা ইমুলেটর তৈরি করলেও তা বেটারি ড্রেইনেজ আর স্লো পারফরমেন্সের জন্য কেউ ইউজ করবেনা। আর এরকম অনর্থক কাজে অবশ্যই কেউ সময় আর অর্থ ব্যয় করতে আগ্রহী হবেনা।
Talk Doctor Online in Bissoy App