শেয়ার করুন বন্ধুর সাথে
Call

যে ছেলেরা খুব রূপ সচেতন, সবসময় সেজেগুজে থাকে, দেখতেও মোটামুটি ভালো তাদেরই চকোলেট বয় বলা হয়। কারো কারো ধারণা চকোলেট কালো তাই চকোলেট বয় মানেও কালো ছেলে। আসলে তা নয়। সাধারণত ফর্সা এবং দেখতে সুদর্শন ছেলেদেরই চকোলেট বয় বলা হয়।  আর যাদের কথা মিষ্টি তাদেরও মাঝে মাঝে চকোলেট বয় হলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ