ইসলাম সত্য ও সুন্দর ধর্ম। শিথিলতা ও বাড়াবাড়ি কোনটাই একানে ভালো নয়। তই কৃপনতা যেমন জায়েয নেই তদ্রুপ অপচয় এবং অপব্যয়ও এ ধর্মে অবৈধ। সকল কাজে মধ্যম পন্থা অবলম্বনের ব্যাপারে ইসলামের নির্দেশ রয়েছে। কারণ, অপচয়কারী শয়তানের ভাই। অপচয় দারিদ্র্য আনে,আর দারিদ্রা কুফরির দিকে ধাবিত করে। এজন্যই ইসলামে অপচয়কে নিষেধ করা হয়েছে। আল্লাহ বলেন-হে বনি-আদম। তোমরা প্রত্যেক নামাযের সময় সুন্দর পোশাক পরিধান কর এবং খাও ও পান কর কিন্তু অপচয় করো না।নিশ্চয় তিনি অপচয়কারীদের ভালোবাসেন না। (সূরা আরাফ ৩১) অনেক সময় খাবার খেতে বসে খাবারের পরিমাণ বেশী থাকায় অনেকে বলে এটি খেয়ে নিন, না খেলে খাবারটা নষ্ট হয়ে যাবে। ফলে খাবার নষ্ট হওয়ার ভয়ে প্রয়োজনের চেয়ে বেশী খেয়ে ফেলে অথচ এতে একদিকে যেমন খাবার নষ্ট হয় অপর দিকে পেটও নষ্ট হয়। রাসূল (সাঃ) বলেছেন, বণী অদম পেটের চেয়ে খারাপ আর কোনো পাত্র ভরে না। একজন মানুষের জন্য এতটুকু খাদ্যই যথেষ্ট যাতে সে পিঠ সোজা করতে পারে। যদি এতে নফস মেনে নেয় তবে পেটের এক তৃতীয়াংশ। খাদ্যের জন্য এক তৃতীয়াংশ,পানির জন্য এক তৃতীয়াংশ আর শ্বাসের জন্য এক তৃতীয়াংশ। (ইবনে মাজাহ ৩৩৪৯) বাকিটুকু মন্তব্যে.....

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ