আমি আমার HSC Sartifecet  রাজশাহী থেকে গাজীপুর বোর্ডবাজার এ কি ভাবে আনবো__ এতে কত টাকা খরচ হয়__? আনার নিয়ম ট বলবেন আর কি ভাবে পার্সেল করতে হয় বা কি কি লাগে কত হ্মণ পর আমি পাবো__ এবং সেট কি ভাবে নিয়ে আসবো জনা থাকলে বলবেন কেউ
শেয়ার করুন বন্ধুর সাথে

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি নিতে পারবেন।তবে গুরুত্বপূর্ণ জিনিস পত্র ও নগদ টাকা পয়শা কুরিয়ার না করার নিরুৎসাহিত করে।এতে করে আপনারই সমস্যা হতে পারে।তাই অন্যভাবে আনার চেষ্টা করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কুরিয়ারে ৩০ টাকা খরচ পড়বে যদি আপনি কোন খামের ভেতর ভরে কুরিয়ার করেন ।। । তবে সার্টিফিকেট যেহেতু অতি প্রয়োজনীয় কাগজপত্র তাই একটি কুরিয়ার করার চেয়ে কোন নিকট আত্নীয় অথবা নিজেই আনতে চেষ্টা করুন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ