পর্যায় সারণিতে C, N, O, P, S এ একই রং ব্যবহার করা হয়েছে কিন্তু Se তে নয়। C, N, O, P, S হলো অধাতু তাই এ সকল মৌলের ঘরগুলোকে একই রং ব্যবহার করা হয়েছে আর আপনি একটি মৌলের প্রতিক লিখেছেন Se সেটি উপধাতু এই মৌলটিতে ভিন্ন রং ব্যবহার করা হয়েছে। আর আপনি যদি প্রতিকের রং এর কথা বলেন তাহলে N, O গ্যাসীয় মৌল তাই মৌল দুটির প্রতিকে একই রং ব্যবহার করা হয়েছে বাকি C, P, S, Se মৌল চারটি কঠিন তাই মৌল চারটির প্রতিক অন্য একটি ভিন্ন রং দিয়ে বোঝানো হয়েছে।  বিঃদ্রঃ C, N, O, P, S মৌলগুলোতে একই রং ব্যবহার করা থাকলেও Se তে নেই ভালোভাবে পর্যায় সারণিটি দেখতে পারেন।

Talk Doctor Online in Bissoy App