আমি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং এ এনভায়রনমেন্টাল টেকনোলজিতে শেষ সেমিস্টার এ পড়ছি। আমি কি চীনে সাউথওয়েস্ট পেট্রুলিয়াম বিশ্ববিদ্যালয়ে সিভিলে বি এস সি করতে পারবো? পারলে খরচ কেমন? যাওয়ার প্রক্রিয়া কি? এবং মান কেমন?
শেয়ার করুন বন্ধুর সাথে
Hasannrand1

Call

খুব ভালো না আবার খারাপও না | আপনি ওই ইউনিভার্সিটিতে পড়লে বাংলাদেশে এসে আপনার নামের পূর্বে ইঞ্জিনিয়ার লিখতে পারবেন না | আপনি স্কলারশিপ পেলে ২০-২৫ লক্ষ টাকায় Bsc কমপ্লিট করতে পারবেন | আমার এক ফ্রেন্ড ওখানে পড়াশোনা করে সে ঢাকার এক কনসালটেন্সি ফার্ম এর মাধ্যমে ওখানে গিয়েছে | এপ্লাই এবং স্কলারশিপের আবেদন করে দিয়েছে কনসালটেন্সি ফার্ম থেকে | আপনি ইচ্ছে করলে যেতে পারেন ইউনিভার্সিটি মোটামুটি ভালো |

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ