SSC বাংলা পরিক্ষায় আমি দুইটা মিলে ২১ পাইছি আমি কি পাশ করবো?
Share with your friends
Call
আপনি দুইটা কি বুঝিয়েছেন। তা পরিষ্কার নয়। 
যাইহোক, দুই পত্র বোঝান অথবা সট-বট, যাই বোঝান।
আপনি পাশ করবেন না। কেননা, ★উভয় পত্রে কনপক্ষে
৬৬ পেলে পাশ (অবশ্য সট ও বটে পাশ করতে হবে)
★আর, একই বিষয়ের সট-বট হলে, কমপক্ষে ৩৩ পেতে
হবে। 

তাই, দেখা যাচ্ছে আপনি কোনোভাবে পাশ করতে পারছেন না।
Talk Doctor Online in Bissoy App
Manik Raj

Call

যদি হয় অবজেক্টিভ তাহলে পাস করবেন।

আর যদি বলেন সৃজনশীল তাহলে ফেইল করবেন। 

Talk Doctor Online in Bissoy App
Call

এস এস সি তে বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় একত্রে এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় একত্রে রেজাল্ট হয়। তাই বাংলা প্রথম ও দ্বিতীয় মিলিয়ে ২০ টা নৈবত্ত্যিক হলেই পাস করবেন।

Talk Doctor Online in Bissoy App