মশা ভুল বশত গালের মধ্যে চলে যায় তাহলে খেয়ে ফেললে কি হবে? যদি মশার শরীরে HIV রক্ত থাকে 100%সঠিক উত্তর চাই
Share with your friends
Indro paul

Call

মশা ভুলবশত খেয়ে ফেললেও AIDS হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ,Hiv ভাইরাস জীবন্তকোষ ছাড়া বাচতে পারে না। যেহেতু মশার শরীরে এই ভাইরাস বাসা বাধতে পারে না তাই মশা AIDS এর বাহক হওয়ার যোগ্য নয়। আর Hiv ভাইরাস ছড়ানোর জন্য যে পরিমাণ রক্তের প্রয়োজন তা মশার মধ্য বিদ্যমান থাকে না। তাই এইডস হওয়ার কোনো প্রশ্নই উঠে না।

Talk Doctor Online in Bissoy App
Call

মশা কামড়ালে যদি এইডস হয় তাহলে খেলেই এইডস হওয়ার সম্ভবনা রয়েছে। ভাল ডাঃ এর সাথে পরামর্শ করলেই বোধ হয় ভাল হবে।

Talk Doctor Online in Bissoy App