সঠিক যানলে বলবেন


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সাধারনত 12 ভোল্টের হয়ে থাকে। আর ব্যাটারিতে এম্পিয়ার হিসাব হয়, ওয়াট না। ওয়াট সৌর প্যানেলে(সোলার) ব্যবহত হয়।

আশা করি বুঝাতে পেরেছি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

অটোরিক্সায় যেই ব্যাটারি ব্যবহার হয় সেগুলো ১২ ভোল্ট আর বিভন্ন অ্যাম্পিয়ার এর হয়। ব্যাটারির খমতা অ্যাম্পিয়ারেই দেওয়া থাকে তবে আপনি এখান থেকে ওয়াট ও বের করতে পারেন ক্যালকুলেশন করে। আমি সূত্রটি লিখলাম দেখুন।

পাওয়ার (ওয়াট) = অ্যাম্পপিয়ার × ভোল্টজ।

যেমন মনেকরুন আপনার ব্যাটাারিটি ১২ ভোল্ট ৭০ amph

ওয়াট কত?

সূূত্র মতে ৭০×১২ = ৮৪০ ওয়াট ঘন্টা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ