শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সিরিজ করে ৪ ভোল্ট এর ৩ টি লাইট জালানো যাবে । তবে আপনি চাইলে ৩ এর অধিক ও জালাইতে পারবেন। সিরিজ এবং প্যারালার এর মাধ্যমে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

১২ ভোল্ট এর বিভিন্ন ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে। যেমন ৩০ অ্যাম্পিয়ার,  ৭০ অ্যাম্পিয়ার, ১০০ অ্যাম্পিয়ার ইত্যাদি। আবার ৪ ভোল্ট বিভিন্ন খমতা সম্পন্ন লাইট রয়েছে। আপনি তা উল্লেখ করেন নি। আমি একটা উদাহরণ দিয়ে বুঝানোর চেষ্টা করছি খেয়াল করুন। ধরুন আপনার ব্যাটারি ১২ ভোল্ট ১০ Amp। লাইট ৪ ভোল্ট ২ ওয়াট (১ টি বাতি)। প্রথমে ব্যাটারির ওয়াট বের করে নেই। ওয়াট =  ভোল্ট × অ্যাম্পিয়ার = ১২ × ১০ = ১২০ ওয়াট। এখন একটি বাতি যদি ২ ওয়াট হয় তাহলে ১২০ ÷ ২ = ৬০ ঘন্টা, ২ টি জ্বালালে ৩০ ঘন্টা ৩ টি ২০ ঘন্টা। এটাই হিসাব। যদি ঝামেলা মনেহয় তাহলে ব্যাটারির Amp আর লাইটের ওয়াট কমেন্টে জানান আমি বলে দিচ্ছি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ