শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কাশি হলে কী করবেন * প্রচুর পরিমাণে পানি পান করুন, এতে কফ পাতলা হবে, কফ বের করার চলন্ত সিঁড়ি ভালোভাবে কাজ করতে পারবে। * গরম পানির ভাপ নিন। ভাপ শ্বাসনালিতে গিয়ে পানিতে পরিণত হবে। * শুকনো কাশিতে গলা খুসখুস করলে হালকা গরম পানিতে একটু লবণ দিয়ে কুলকুচি করুন। মুখে যে কোনো লজেন্স, লবঙ্গ বা আদা রাখলেও আরাম পাওয়া যাবে। কখন ডাক্তারের কাছে যেতে হবে * কাশির সঙ্গে হাঁপানি বা শ্বাসকষ্ট হলে। * কফের সঙ্গে রক্ত পড়লে। * কাশতে কাশতে শরীর নীল হয়ে গেলে। * কথা বলতে কষ্ট হলে। * দুধের বাচ্চা দুধ টেনে খেতে না পারলে। আমাদের দেশে অনেক যক্ষ্মা রোগী আছেন তাই কোনো রোগীর কাশি দুই সপ্তাহের বেশি হলে, কফ পরীক্ষা করে দেখা উচিত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
প্রচুর পরিমান পানি পান করুন কফ পাতলা হবে এবং বের হয়ে যাবে।
গরম পানির ভাপ নিন।
গলা খুসখুস করলে হালকা গরম পানিতে একটু লবণ মিশিয়ে কুলকুচি করুন।
মুখে লবঙ্গ বা আদা রাখলে ভাল হয়। 
বেশি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কোনো ফার্মেসি থেকে আপনি রি-কফ নামের ফাইল মেডিসিন টা নিয়ে 1সপ্তাহ ব্যবহার করুন। যে কোনো কাশি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।

(ডাক্তারের পরামর্শ নিন)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কাশির জন্য সবচেয়ে প্রচলিত চিকিৎসাটা হলো আদা। এক্ষেত্রে আদার টুকরোর ওপর লবণ ছিটিয়ে ভাল করে চিবিয়ে রস খাওয়াটাই উত্তম। এছাড়া পরিমাণমতো পানিতে এক ইঞ্চি আদা কুচি করে সেটা সেদ্ধ করে পানির পরিমাণ অর্ধেক করে ফেলুন। তারপর পানিটা ছেঁকে তাতে এক চামচ মধু মিশিয়ে চায়ের মতো পান করুন।এতে কাশি কমে যাবে।এবং কিছু পরিমাণ খাটি মধু, ঘি,পেয়াজ কুচি,রসুনকে সামান্য সরিষার তেল একত্র করে গরম করুন যতক্ষণ পর্যন্ত পেয়াজ ভাজা না যায়।তারপর এগুলো হালকা গরম অবস্থায় খেলে কাশি অনেকটাই কমে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আমি ৩ টি ঘরোয়া পদ্ধতির কথা বলতেছি সেগুলো নিয়মিত ৩-৫ দিন করেন। ইনশা আল্লাহ কাশি দূর হতে পারে। ১। সকালে নাস্তা খাওয়ার আগে এক চা চামচ মধু খান। ২। আদার সাদে লবণ মিশিয়ে চিবিয়ে রস পান করুন। ৩। গরম পানিতে লবণ মিশিয়ে দিনে কয়েক বার গরগাল করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ