আমি SSC তে সাইন্স এর স্টুডেন্ট ছিলাম। এখন কলেজ লেভেলে কোনটা নিসে ভালো হবে? কেউ বলে কমার্স নিতে আবার কেউ বলে সাইন্স নিতে। কেউ বলে কমার্সে পড়লে ভালো চাকরি পাওয়া যায় কেউ বলে সাইন্সে পড়লে বড় চাকরি পাওয়া যায়। আমি নিজের এখন বুঝি না কি করব। আমার ইচ্ছা ছিল কোন টেকনোলজি কোম্পানির CEO হওয়ার।কিন্তু সবাই বলে কমার্স নিলে সম্ভাবনা খুব কম। আবার কেউ বলে কমার্স নিলেও হওয়া যায়।
Share with your friends

ভাই আপনি যেহেতু সাইন্স এর ছাত্র ছিলেন সেহেতু আমি বলব আপনি সাইন্সই নেন।

Talk Doctor Online in Bissoy App

আপনার সপ্ন পূরণ করতে এবং ক্যারিয়ার সুন্দর করতে চাইলে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়া সবথেকে ভালো। ভবিষ্যতে আরো উচ্চপদে চাকুরী পেতে পারেন। দুটো শাখাতে পড়ায় ব্যয়বহুল, তবে বিজ্ঞান বিভাগে অনেক বেশি টাকা খরচা হয়। যেমন প্রায় প্রত্যেকটা বিষয়েই প্রাভেট শিক্ষক নিতে হয়।

Talk Doctor Online in Bissoy App