আপনি কোন বিষয়ে পড়বেন এটা আপনার পছন্দের উপর

নির্ভর করে । কারণ পছন্দের বা ইচ্ছের বাহিরে কোন কিছু 

করলে সেটার ফল ভালো হয় না ।

আপনি বলেছেন যে আপনি বিজ্ঞান শাখার ছাত্র ।

আর বিবিএ বা অর্থনীতি কোনোটাই বিজ্ঞানের বিষয় গুলোর 

সাথে সম্পৃক্ত নয় ।

আর মানের ক্ষেত্রে অর্থনীতিতে অনার্স করা বা বিবিএ

করা উভয়ই মূল্যবান এবং সময় উপযোগী । 

সেক্ষত্রে আপনি নিজে ঠিক করুন আপনি কোন 

বিষয়ে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবেন ।

যে বিষয়টিতে পড়ার সাহস পান বা ভালো 

লাগে সেই বিষয়ে পড়ার সিদ্ধান্ত নিন ।   

আর একটা কথা  যদি পারেন তাহলে আপনার 

ব্যাকগ্রাউন্ড যেহেতু বিজ্ঞান তাই বিজ্ঞানের কোন 

বিষয় নিয়েই পড়েন ।

এতে আপনার জন্য ভালো হবে বলে আমি মনে করি । 


আপনার জন্য শুভকামনা রইলো । 

Talk Doctor Online in Bissoy App