পিউটন নামের সিরাপটি শুধু মাত্র ম্যাবকো কোম্পানির হয়ে থাকে । 

পিউটন নামে অন্য কোম্পানির সিরাপ নেই । 

এই সিরাপটি ঔষধের সঠিক অনুপাতের কোন প্রকার নিয়ম নীতি তোয়াক্কা না করেই বানানো । 

সিরাপটি সেবন করলে অতিরিক্ত মাত্রায় মুখে রুচি বেড়ে যায় । ফলে অনেক খেতে ইচ্ছে হয় । আপনি খেতেও পারবেন বেশি । এর ফলে আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে । 

আবার সিরাপটি খাওয়া বাদ দিলে পূর্বের অবস্থায় ফিরে যাবেন । বরং শরীরের , লিভারের এবং কিডনির উপর ক্ষতিকর প্রভাব পড়বে ।

সুতরাং, এই ঔষধ সেবন করে স্বাস্থ্যবান হওয়ার চিন্তা বাদ দিন । 

দিনে সঠিক সময়ে 3-4 বার পেট ভরে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার চেষ্টা করুন, একেক সময় ভিন্ন ভিন্ন খাবার খাওয়ার চেষ্টা করুন । লেবু খেতে পারেন । লেবু রুচি বাড়ায় । 

সঠিক অনুপাতে দৈনিক 7-8 ঘন্টা করে ঘুমান । 

আস্তে আস্তে রুচি বেড়ে যাবে । তারপরও যদি ঔষধ খাওয়ার ইচ্ছে হয় তবে রেজিষ্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী রুচি বর্ধক অন্য কোন সিরাপ সেবন করুন যেটা আপনার ক্ষতি করবে না ।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ