try it ঐ খানে ক্লিক করলেই হবে

Talk Doctor Online in Bissoy App
Call
    নিজের বানানো ফেসবুক প্রোফাইল ফ্রেম ফেসবুকে আপলোড করতে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ

  • তারপর Get Start এ ক্লিক করুন৷

  • Manage Art  এ ক্লিক করে ফ্রেমটি আপলোড করুন এবং Next বাটনে ক্লিক করুন৷

  • তারপর প্রথম বক্সে ফ্রেম এর নাম এবং দ্বিতীয় বক্সে ট্যাগ দিয়ে Next এ ক্লিক করুন৷

  • সবকাজ ঠিক ভাবে করে Publish বাটনে ক্লিক করুন৷

তারপর ফেসবুক আপনার ফ্রেমটি রিভিউ করে একটিভ করে দিবে৷ ফ্রেমটি সফলভাবে একটিভ হলে  অন্যান্যরাও আপনার ফ্রেমটিকে ব্যবহার করতে পারবে৷

https://m.facebook.com/profilepicframes/?selected_overlay_id=★★★★★★★★★★★★★★★&profile_id=@@@@@@@@@@@@@@@
  

★★★★★★★★★★★★★★★

এর জায়গায় ফ্রেম এর আইডি কোড 

এবং @@@@@@@@@@@@@@@

এর জায়গায় আপনার প্রোফাইল 

আইডি কোড দিন৷  তারপর লিংক 

এ ক্লিক করে ফপ্রোফাইল ফ্রেম টি 

ব্যবহার করুন৷

  • ফ্রেমের এড্রেসবার এ 
  • ফ্রেম কোড এবং আপনার আইডির প্রোফাইল পিকচার এর এড্রেসবার থেকে  "1000***********"   এর মত ১৫ সংখ্যার  প্রোফাইল আইডি কোড  পাবেন৷
বুঝতে সমস্যা হলে
জানাবেন৷
Talk Doctor Online in Bissoy App
Call

আপনি ফেসবুক ফ্রেম তৈরির কথা বলতেছেন। এটা করতে হলে আপনাকে PNG Format। এ একটা ফ্রেম তৈরি করে সাবমিট দিতে হবে। তারপর ফেসবুক সেটা এলাউ দিলেই সবাই তা ব্যবহার করতে পারবে Try it এর মাধ্যমে।।।। আমার নিজেরও দুইটা ফ্রেম আছে ফেসবুকে।

Talk Doctor Online in Bissoy App