হ্যাঁ আপনি ফেল করবেন। আর যদি MCQ কম্পিউটার না দেখে স্যারদের দিয়ে দেখায় তাহলে দয়াবান স্যার হলে হয়তো আপনাকে পাস করাইতে পারেন। নচেত আপনি ফেল।

Talk Doctor Online in Bissoy App
mddalamin

Call

জি।আপনি ফেল করবেন।

তোবে জীববিজ্ঞান আপনার অপশনাল থাকলে ফেল আসবে না।

Talk Doctor Online in Bissoy App
Call

২০১৮ সালে এস.এস.সি পরীক্ষায় যারা অংশগ্রহন করেছে তারা অনেকে আমাদের ফেসবুক পেজে প্রশ্ন করেছেন বহুনির্বাচনি আর সৃজনশীলে কি আলাদা আলাদা পাশ করতে হয়? নাকি দুইটা মিলে পাশ?? লিখিততে পাশ মার্ক কত??? বহুনির্বাচনিতে কত নাম্বারে পাশ???? এস.এস.সি পরীক্ষার প্রশ্ন হয়ে থাকে বহুনির্বাচনি, সৃজনশীল আর কিছু পরীক্ষায় ব্যবহারিক অংশ মিলিয়ে । সব মিলিয়ে মোট ১০০ নাম্বারের পরীক্ষা হয়। এবং প্রতিটি অংশে রয়েছে আলাদা আলাদা নাম্বার। ekhane Full Articles ti porun: http://post.bdlove24.com/এস-এস-সি-পরীক্ষায়-বহুনির্/

Talk Doctor Online in Bissoy App

হ্যাঁ আপনি ফেইল করবেন।কারণ MCQ তে আলাদাভাবে পাশ করতে হবে। ৩০ নাম্বারের MCQ এর মধ্যে আপনাকে ১০ পেতে হবে। আর যদি সাবজেক্টটা আপনার অপশনাল হয় তাহলে কোন সমস্যা হবে না।

Talk Doctor Online in Bissoy App
Sujon Max

Call
আপনার সাবজেক্ট যদি অপশনাল না হয় তাহলে ফেল আসবে। কারণ mcq তে আলাদা ভাবে পাশ করতে হবে। এজন্য কমপক্ষে ১০ নাম্বার পেতে হবে।
Talk Doctor Online in Bissoy App