মাসিক শুরু হওয়ার আগের ৭ দিন ও পরের ৭ দিন মিলন নিরাপদ।কিন্তু মাসিক চলা কালে মিলন করা হারাম। তবে এটি তাদের জন্য কার্যকর যাদের নিয়মিত মাসিক হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মাসিক শুরুর আগের তিন দিন +মাসিকের দিনগুলি+মাসিক শেষ হওয়ার পরের তিন দিন।এইদিনগুলি নিরাপদ।  কখনোই ৭ দিন নিরাপদ হতে পারেনা। তিনদিনের যায়গাতে কারো ক্ষেত্রে ৪/৫ দিন নিরাপদ হতে পারে। কিছু  ব্যাতিক্রম ছাড়া এই দিনগুলি নিরাপদ। এর মানে এই দিনগুুুুলিতে সেক্স করলে বাচ্চা হবেনা।মনে করেন মাসিক হয় ৫ (বেশিও ধরতে পারেন)দিন। তাহলে ৩+৫+৩= ১১ দিন নিরাপদ, তবে মাসিকের সময়   সেক্স অস্বাস্থকর এবং পাপ। তাহলে বুঝাই যাচ্ছে প্রেগন্যান্ট হবে না মানে নিরাপদ সময়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ