আমি একটা ১ ঘন্টার নাটক বানাতে চাই । যেখানে ক্যামেরা লাইটিং ইডিটর প্রডাকশন সবি আমার আছে । এবং অভিনেতা আমরা নিজেই । নাটকটি পরিচালোনাও আমরা নিজেই করবো । আসলে আমার অনেক দিনের শখ ব্যার্থ প্রেমিকদের জীবনের বাস্তবতা দিয়ে আমি নাটক তৈরি করবো । আর এতে খরচ কতো হবে ? আর এই নাটক দিয়ে আমি আয় কতো করতে পারবো ? এবং কিভাবে ? এতে কি আমার লাভের থেকে লোকশান বেসি হব ? বিস্তারিত জানাবেন দয়া করে ।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি আপনার এলাকার শিল্পকলা একাডেমী তে যোগাযোগ

করুন,,,,,, প্রতিটা শিল্পকলা একাডেমী তে এক জন করে

নাটিক,গান এর গুরু থাকে।

আপনি তাঁর সাথে যোগাযোগ করুন যিনি নাটক এর গুরু।

আর খরচ টা আপনার নাটক এর উপর নির্ভর করে।

যেমনঃ কস্টিউম কেমন হবে, লোকেশন কোথায় হবে

ইত্যাদি।

আয়ঃ

আয়ের ব্যাপার টা একটু সংকৃন্ন।

কারণ নাটক টি আপনি কোন টিভি চ্যানেল  এ প্রচার করতে

পারেন এতে আয় বেশি হবে।

বা Youtubu এ আপলোড দিতে পারে ভিওয়ার বেশি হলে

লাভ হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ