আমার গত ডিসেম্বরের ২৮ তারিখে মেন্স হইছিলো জানুয়ারির ২ তারিখ শেষ হয়। প্রত্যেক মাসেই ৩/৪ দিন আগে আগে মেন্স হয়ে যায়।আমাদের বিয়ের ৬ মাস অইছে কিন্তু এখনো বেবি হওয়ার সম্ভাবনা না দেখে জানুয়ারির ১৬ তারিখে ডাক্তার দেখাইছিলাম। ডাক্তার কিছু ভিটামিন ও ওসুধ দিছিলেন। এখন ফেব্রুয়ারির ২ তারিখ থেকে এখন পর্যন্ত জরায়ু থেকে কালো স্পটিং এর মত কিছু একটা বের হচ্ছে। এগুলো আমার মাসিক শুরুর প্রথম দিকে হইতো। এটা খুব হালকা আর একটু আঠালো টাইপের। এবং আমার ব্রেস্ট এ প্রচন্ড ব্যাথা ফিল করছি। আজ প্রায় ১৪ দিন হয়ে গেছে কালো, কখনো লাল এই পদার্থগুলো বের হচ্ছে। আমার কোন কিছু খেতে একদম ইচ্ছা করে না।মাঝে মাঝে বমি বমি ভাব হয়। আমি চিনি দিয়ে ঘরে প্রেগনেন্সি টেস্ট করেছিলাম নিগেটিভ আসছে। এক্ষেত্রে আপনাদের পরামর্শ চাইতেছি।
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি গাইনী ডাক্তার দেখান, আপনার হরমোন টেস্ট ও করাতে পারেব।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ