Call

প্রস্রাব সম্পর্কিত প্রায় সমস্ত রোগ বেশির ভাগ বৃদ্ধ বয়স্কদের হয়ে থাকে এবং তাদের ভালো হয়ে ওঠাটাও দুস্কর। তবে, অল্প বয়স্কদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মূত্র রোগের সঙ্গে যেসব ভেজজ উপাদান খুব গুরুত্বপূর্ণ সেগুলি হলো,

লুনে শাকের রস, শুকনো পাট শাকের ভেজানো জল, গুঁড়ের শরবত, বেলের শরবত, মেথি ও মেথি শাক, আমলকি চূর্ণ, কাতিলা, তালমাখনা, ইশব্বুলের শরবত, ভরা পেটে কলা, মিষ্টি আঙ্গুর, বক ফুলের বড়া প্রভৃতি । উক্ত জিনিসগুলি যে কোনো মুত্ররোগকে ভালো করতে পারে।

তবে , কঠোর পরিশ্রম ও রোদে থাকা এবং বেশি জল পান না করার কারণে মুত্ররোগ গুলি হয়ে থাকে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার যদি হস্তমৈথন এর মত বদ অভ্যাস থাকে তাহলে তা পরিহার করুন এর ফলেও হয়ে থাকে আপনার শুক্রানু তরল আর নমনীয় হয়েছে ফলে এমনটা হয়েছে তবে চিন্তার কোন কারন নেই হোমিও চিকিৎসা খুব ভাল আর অল্প টাকা লাগে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
almasali

Call

আপনি বিশেষজ্ঞ হোমিওপ্যথি ডাক্তার এর সাথে কথা বলে চিকিৎসা নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ