ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং দু’টি ভিন্ন বিষয়। আপনি যদি কাজ করে উপার্জন করতে চান তাহলে আপনি হবেন ফ্রিল্যান্সার। আর যদি আপনার কাজ অর্থের বিনিময়ে অন্য কাউকে দিয়ে করিয়ে নিতে চান তাহলে আপনি হবেন আউটসোর্সার।

  • আপনি যদি ফ্রিল্যান্সিং করে আয় করতে চান তাহলে আপনাকে নির্দিষ্ট একটি বিষয়ের উপর পর্যাপ্ত দক্ষতা অর্জন করতে হবে। কম্পিউটারের ব্যাসিক কাজগুলো যেমন MS word, Excel, Email checking, Internet browsing ইত্যাদি কাজগুলো জেনেই অন্য কাজে মনোনিবেশ করতে হবে।
  • আপনি যেই কাজে পারদর্শী হবেন সেই কাজের জন্য বায়ার (আউটসোর্সার) খুঁজতে হবে। আর এই বায়ার বা ক্লায়েন্টদেরকে পাওয়া যায় সাধারনত কিছু মার্কেটপ্লসে। যেমন, upwork, fiverr, freelancer ইত্যাদি সাইটগুলোতে। সুতরাং এই সাইটগুলোর যে কোন একটিতে রেজিঃ করতে হবে এবং বায়ারদের সেই কাজগুলোতেই আপনাকে আবেদন করতে হবে যেই কাজ করতে আপনি  সক্ষম হবেন। বায়ার আপনাকে কাজটি দিলে আপনি নির্দিষ্ট পরিমান অর্থের বিনিময়ে কাজটি করতে পারবেন।
  • এই সমস্ত প্রক্রিয়াগুলো সম্পাদন হবে ইংরেজি ভাষার মাধ্যমে। সুতরাং আপনাকে ইংরেজির উপরও দক্ষতা থাকতে হবে।
  • কাজ সম্পাদন করে উপার্জিত অর্থ আপনার পকেটে আনার জন্য নির্দিষ্ট ভার্চুয়াল কিংবা লোকাল ব্যাংকে এ্যাকাউন্ট থাকতে হবে।
  • অনলাইনে অনেক ধরনের কাজ আছে। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, এসইও, এ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি।
  • আপনাকে নির্দিষ্ট একটি বিষয়ের উপর পড়াশোনা করে এবং প্র্যাকটিক্যাল্লি কাজ করে প্রফেশনালিটি অর্জন করতে হবে।

ধন্যবাদ...

Masud @ BDFreelance
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ