ভর্তির জন্য আবাদেন করে, পাশ করে, রেজিস্ট্রেশন ফিস ১৮৫ টাকা দেয়ার পর, আর কত টাকা লাগবে এবং কি করা লাগবে??? দয়াকরে বলুন,,,
শেয়ার করুন বন্ধুর সাথে

এটি সঠিক করে বলা যাবেনা । একেক কলেজে একেক পরিমানের টাকা লাগে । কারণ সরকার কর্তৃক নির্ধারিত টাকা ছাড়া অনেক কলেজ কর্তৃপক্ষ বাড়তি টাকা নেয় । তবে সরকারি অধিকাংশ কলেজে সাধারণত 4000-5000 এর কম এবং বেসরকারি গুলোতে এর চেয়ে বেশি টাকা লাগবে । উদাহরণ স্বরূপঃ এবার ময়মনসিংহ সরকারি আনন্দমোহন কলেজে ভর্তিতে লেগেছে 3300 টাকা , আর নটরডেম কলেজ ময়মনসিংহে ভর্তিতে লেগেছে 14600 টাকা (বিজ্ঞান শাখা) । আর কলেজে ভর্তি হতে সাধারণত এসএসসি রেজিঃ কার্ড ও এডমিট কার্ড এর ফটোকপি , মার্কশিট ও প্রত্যয়নপত্র দরকার হয় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি যে কলেজ এ ভর্তি হবেন,,  এটা তারাই ভাল জানেন।  একেক কলেজ এ একেক পরিমানে টাকা নিচ্ছে।

যেমন:  মাইলস্টোন কলেজ এ নিচ্ছে  ৩২ হাজার ৫০০ টাকা

আবার সৈয়দ নজরুল কলেজ এ নিচ্ছে ৪০০০ টাকা

আবার সৃষ্টি কলেজ এ নিচ্ছে ২২ হাজার টাকা,,,

এক এক কলেজ এ টাকা এক এক রকম ভাবে নিচ্ছে।

এটা সেই কলেজ এর লোক ছাড়া নির্ধারিত ভাবে কেও বলতে পারবে না।

আশা করি বিষয় টা বুঝাইতে পারছি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ