বিস্ময় এ করা আমার প্রশ্ন, আমি পরে আমি ডিলিট করবো  কি ভাবে ?
শেয়ার করুন বন্ধুর সাথে

না, আপনি একবার প্রশ্ন করার পর সেটা আর ডিলিট করতে পারবেন না ৷ একসময় প্রশ্ন করার পর প্রশ্নকর্তা সেই প্রশ্নের উত্তর পেলে পয়েন্ট বাড়ানোর জন্য পুনরায় তা লুকিয়ে ফেলত ৷ আর এভাবে চলতে দিলে বিস্ময় সাইট একসময় প্রশ্নের সমাহার হারিয়ে ফেলবে এবং মূল উদ্দেশ্য ব্যহত হবে ৷ তাই বর্তমানে সাধারন সদস্যের জন্য এই ক্ষমতা কেড়ে নেয়া হয়েছে ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

এই সিস্টেমটি পূর্বে সাধারণ সদস্যগণের জন্যও

 চালু ছিলো যার ফলে সাধারণ সদস্যগণ কোন

প্রশ্ন করলে সেটি লুক্কায়িত করতে পারতো। কিন্তু

দেখা যে অনেক সদস্যই প্রশ্ন করার পর প্রশ্নের

সমস্যার সমাধান পেয়ে গেলে সেটি লুক্কায়িত করে

দিতো এবং পুনরায় নতুন করে অন্য প্রশ্ন করতো।


এবং উত্তর পাওয়ার পর আবারো সেই প্রশ্ন লুক্কায়িত

করে প্রশ্ন করতো। এটার কারণে কোন সদস্যের ১ পয়েন্ট

থাকলেই তাঁর প্রশ্ন করার জন্য কোনো সমস্যা হতোনা।


১ পয়েন্ট দিতেই অনেকগুলো প্রশ্ন করতে পারতো।

আর এমনটা ধারাবাহিকভাবে চলতে থাকলে বিস্ময়ের

তথ্য ভান্ডার বলে কিছুই থাকতোনা।বিস্ময়ের অবস্থা হতো

শোচনীয়। আর এইসব সবকিছু হিসেব করেই প্রশাসক সাধারণ

সদস্যগণের জন্য সিস্টেমটি বন্ধ করে দিয়েছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ