Share with your friends

 আমরা জানি শক্তির একক জুল। কিন্তু সক্রিয়ন শক্তির বিষয়টা একটু আলাদা। 

কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদে পরিণত হতে হলে একটা নির্দিষ্ট শক্তির বাধা পার হতে হয়। এটাই সক্রিয়ন শক্তি।


এখানে বিক্রিয়কের পরিমাণটাও জানা জরুরী।তাই কোন রাসায়নিক বিক্রিয়ায় প্রতি মোল বিক্রিয়কের বিক্রিয়া করে উৎপাদে পরিণত হতে যতটুকু শক্তির প্রয়োজন পড়ে তার উপরই সক্রিয়ন শক্তির মান হসাব করা হয়। 

আর প্রতি মোল ধরে হিসাব করায় প্রয়োজনীয় শক্তি জুলে হিসাব করলে মান অনেক বড় হয়ে যায়, যার ফলে গাণিতিক হিসাবে সমস্যা হয়। তাই কিলোজুল ব্যাবহার করা হয়।

আর এজন্যই সক্রিয়ন শক্তির একক কিলোজুল/মোল। 

 

আশা করি উত্তরটি পেয়েছেন। 

Talk Doctor Online in Bissoy App