আমি যদি দরূদ এ ইব্রাহিম না পড়িয়া শুধু এই ছোট দরূদটি "সাল্লালাহু আলাইহিস্ সাল্লাম  "  পড়ি তাহলে এর ফজিলত কি পাব ? I  mean , এই ছোট দরূদ টি কি  দরূদ শরীফের সব criteria পূরন করে ? মানে সালাম ও সালাত কি দেয়া হয়ে যায় ?


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

দুরুদে ইব্রাহিমের ফযিলত বেশি।সুতরাং ঐ ছোট দুরুদ পড়লে দুরুদে ইব্রাহিমের ফযিলত পাওয়া যাবেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হ্যাঁ আপনি আপনার পড়া দরুদের সওয়াব পাবেন। তবে সালাতে দরুদে ইবরাহীম পড়া সুন্নত ও উত্তম। আর এর সওয়াবও বেশী। কেউ দরুদে ইবরাহীম পারলে, তার দরুদে ইবরাহীম পড়াই উত্তম। আর হাঁ না পারলে শেখার চেষ্টা করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ