শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

কথাটি সত্যি নয়। 

মিষ্টি, দুধ খেলে বুদ্ধি হয় বা বাড়ে এমনটা

হলে কেউই বোকা হতো না বা মিষ্টির দাম

এতো কম থাকতো না।

এগুলো বুদ্ধিমত্তা বাড়াতে সহায়ক করে মাত্র।

বুদ্ধি বাড়ার বিষয়টি  কৌশল, ব্যাক্তিত্ব, ইচ্ছা, চেষ্টার

উপর নির্ভরশীল। 

আল্লাহ আমাদের সকলেই ব্রেন দিয়েছেন। 

যে যত বেশি জানবে, সৃজশীল হবে তত বুদ্ধিমান

হবে। 

শুধু মাত্র খাবারের জন্য কখনোই কেউ বুদ্ধিমান

হয় না বা হতে পারে না। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মিষ্টি খেলে বুদ্ধি বাড়ে না তবে মেধা শক্তি বাড়ে। আর মেধা বলতে বুদ্ধিকে বুঝায় না, মেধা শক্তি তিনটি দিকের সমন্বয় যথা: ১. বুঝ শক্তি, ২. মুখস্থ শক্তি, ৩. স্মৃতি শক্তি। - এখানে মুখস্ত ও স্মৃতি শক্তিকে মিষ্টি শাণিত করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ